Yakub Ali

Call
বেশিরভাগ ফোনেই একটি 3g আইসি
ব্যবহার করে থাকে।
তবে দুই সিমে ও 3g ব্যবহার করা যায়
নির্দিষ্ট কিছু ফোনে।
আপনি যে সিমে 3g ব্যবহার করতে চান
সেই সিমটি 1নাম্বার স্লটে বা 1ঘাটে ব্যবহার
করুন।
আর এয়ারটেল সিম 2 নাম্বার স্লটে লাগান
সমস্যা সমাধান।
2জি এমনিকেই হয়ে যাবে।
সমস্যা হলে মন্তব্য করবেন।
Talk Doctor Online in Bissoy App

যেসকল ফোনে দুইটা সিমে 3g সাপোর্ট করে না, তাদের ফোনে primary card নামে অপশন থাকে।যে সীমে 3g চালাকে চান, primary card অপশন এ গিয়ে সেটা সিলেক্ট করে দিন।তাহলেই সে সিমটা WMA/WCDMA সাপোর্ট করবে।

Talk Doctor Online in Bissoy App