Unknown

Call

আপনি আপনার সিম ক্লোন করতে পারেন। এজন্য আপনাকে একটা সিম ডুপ্লিকেটর এবং সুপার সিম কিনতে হবে। এগুলো কিছুটা রেয়ার হলেও খোজ করলে পেয়ে যাবেন। এবার সিম ডুপ্লিকেটরে আপনার সিম ঢুকিয়ে PC তে ইনসার্ট করুন। এবার এটির সাহায্যে আপনার পুরাতন সিমটির Authentication Key (Ki) এবং অন্যান্য সকল ডাটা কপি করুন। এবার পুরাতন সিম সরিয়ে সিম ডুপ্লিকেটরে সুপার সিম ইনসার্ট করুন এবং কপি করা ডাটা লোড করুন। তাহলেই সুপার সিমটি আপনার আগের সিমের প্রতিলিপি হয়ে যাবে। মানের ভিত্তিতে একটি সুপার সিমে ১-১২ টি সিমের ডাটা লোড করা যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি যে সিমটা সবসময় চালু রাখতে চান সেই সিমের নাম্বারটা বাকী দুইটা সিমের কল ডাইভার্ট অপশনে রেখে দিন। এখন বন্ধ সিম দুইটাতে যদি কেউ কল দেয় তাহলে ডাইভার্ট হয়ে চালু সিমে কল আসবে। এর একটাই সমস্যা তা হল যে সিম দুইটায় ডাইভার্ট এক্টিভ করবেন সেই সিম থেকেও টাকা কাটবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ