আমার বয়স এখন ২২বছর। আমি একটা বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের ছাএ। আমার একটা সবচেয়ে বড় বদ অভ্যাস হলো আমি হস্তমৈথুন করি। এটা আমি আমার ছোট বেলার দুটা বন্ধুর কাছে শিখেছি। তখন আমি ৬ ষ্ট শ্রেণিতে পড়ি। সেই থেকে শুরু করে এখন পর্ষন্ত প্রতিমাসে গড়ে ১৫ থেকে ২০ বার হস্তমৈথুন করি। তবে আমি অনেক চেষ্টা করেছি, তবে এটাকে বাদ দিতে পারি না। তবে এটা থেকে সর্বোচ্চ ১ -১৫দিন পর্যন্ত বিরত থাকলেও পরে দিনে ৩-৪ বার করে করেছি। এজন্য আমি শারীরিক ভাবে অনেক দুর্বল ও মুখের চিবক ডাবা সেরে ওঠে না। এই দূর্বলতা কেটে উঠতে আমি প্রতিমাসেই ভিটামিন ও ক্যালসিয়াম ট্যাবলেট খাচ্ছি প্রচুর পরিমাণে। যেমন, বেক্সট্রাম,নিউট্রাম,লাইফ গোল্ড, সুপ্রাভিট জি, ক্যালসি,ক্যালবো ডি সহ নাম মনে নেই আরো অনেক ক্যালসিয়াম ও মাল্টিভিটামিন পট খেয়েই চলেছি।। তবে গত দুই বছর ধরে আরো একটা বাজে অভ্যাস পেরাকটিন ও ডেসন ইন্ডিয়ান ট্যাবলেট খাওয়ার রুচি ও মোটা হওয়ার জন্য খাইছি। তবে গত দু মাস হলো বাদ দিয়েছি।। আমার প্রচুর সেক্স, যখন সেক্স ওঠে তখন নিজেকে কন্ট্রোল করতে পারি না।। রাত জেগে জেগে পর্ন মুভি দেখি ও হস্তমৈথুন করি। পর্ন মুভি দেখা আমার বাজে অভ্যাস।। এটাকেও আমি বাদ দিতে পারি না। আমি একটাই রিলেশন করি কিন্তু কখনোই কারো সাথে সেক্স করি নাই। এমনকি গার্লফ্রেন্ড এর সাথে করতেও ভয় পাচ্ছি এইভেবে তাকে যদি সুখ না দিতে পারি হস্তমৈথুন করার কারণে। এগুলো ছারা আমার আর কোন বাজে অভ্যাস নেই। যেমন সিগারেট, বিভিন্ন ধরনের নেসা, অযথা ঘোরা ফেরা ইত্যাদি। এখন আমার পক্ষে বিয়ে করাও সম্ভব না। কারণ, আমার বড় দুটা ভাই আছে, আমার পড়ালেখাও শেষ হয়নি। আর আমার পরিবারের পক্ষে আমার বউয়ের ভার বহন করাও সম্ভব নয়।। আমি খুব লাজুক প্রকৃতির ছেলে, কারও সাথে প্রয়োজনের বাহিরে একটা কথাও বলি না।একা থাকতে বেশি ভালোবাসি। মনে করেন আমি বন্দী জীবনকেই বেসি ভালোবাসি।আমি কোন কাছের বন্ধু বানাইনি।। আমি ছোট বেলা থেকেই এমন। আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে নামাজ কুরান পরতাম। এখন জেনো ইসলামের ধারই ধারছি না। আমি কেনো জানি দিন দিন খারাপ হয়ে যাচ্ছি। এগুলো ভাবলে নিজেকে খুব অপরাধি মনে হয়। আপনাদের কাছে আমার জিবনের কথাগুলো সেয়ার করলাম।। আপনারাই বলেন আমি কি করবো..? আমি কি আমার স্বাভাবিক জীবনে ফিরবো কিভাবে.....?
শেয়ার করুন বন্ধুর সাথে
NjNion

Call

নিচে আপনাকে হস্তমৈথুন ছাড়ার কিছু টিপস দিচ্ছি: . ►কোন কোন সময় হস্তমৈথুন বেশি করেন, সেই সময়গুলো চিহ্নিত করুন। বাথরুম বা ঘুমাতে যাওয়ার আগে যদি উত্তেজিত থাকেন, বা হঠাত কোন সময়ে যদি এমন ইচ্ছে হয়, তাহলে সাথে সাথে কোন শারীরিক পরিশ্রমের কাজে লাগে যান। যেমন বুকডন বা অন্য কোন ব্যায়াম করতে পারেন। যতক্ষণ না শরীর ক্লান্ত হয়ে যায়, অর্থাৎ হস্তমৈথুন করার মত আর শক্তি না থাকে, ততক্ষণ পর্যন্ত সেই কাজ বা ব্যায়াম করুন। গোসল করার সময় এমন ইচ্ছে জাগলে শুধু ঠাণ্ডা পানি ব্যবহার করুন এবং দ্রুত গোসল ছেড়ে বাথরুম থেকে বের হয়ে আসুন। ▬► মেয়েদের দিকে কুনজরে তাকাবেন না। তাদের ব্যাপারে বা দেখলে মন আর দৃষ্টি পবিত্র করে তাকাবেন। নিজের মা বা বোন মনে করবেন। ▬► যতটা সম্ভব নিজেকে কাজে ব্যস্ত রাখুন। ▬►ধৈর্য ধরতে হবে। একদিনেই নেশা থেকে মুক্তি পাবেন, এমন হবে না। একাগ্রতা থাকলে ধীরে ধীরে যে কোন নেশা থেকেই বের হয়ে আসা যায়। মাঝে মাঝে ভুল হয়ে যাবে। তখন হতাশ হয়ে সব ছেড়ে দেবেন না। চেষ্টা করে যান। করতেই থাকুন। ইনশাআল্লাহ আপনি সফল হবেন ই। ▬►যে কোন উপায়ে পর্ণমুভি আর চটি এড়িয়ে চলুন। ▬►কম্পিউটারে পর্ণ দেখতে দেখতে হস্তমৈথুন করলে কম্পিউটার লিভিং রুমে নিয়ে নিন যাতে অন্যরাও দেখতে পায় আপনি কী করছেন। এতে পর্ণ সাইটে ঢোকার ইচ্ছে কমে যাবে। ▬►যেসব ব্যাপার আপনাকে হস্তমৈথুনের দিকে ধাবিত করে, সেগুলো ছুড়ে ফেলুন, সেগুলো থেকে দূরে থাকুন। যদি মাত্রাতিরিক্ত হস্তমৈথুন থেকে সত্যি সত্য মুক্তি পেতে চান তাহলে পর্ণ মুভি বা চটির কালেকশন থাকলে সেগুলো এক্ষুনি নষ্ট করে ফেলুন। পুড়িয়ে বা ছিড়ে ফেলুন। হার্ডড্রাইভ বা মেমরি থেকে এক্ষুনি ডিলিট করে দিন। ইন্টারনেট ব্যবহারের আগে ব্রাউজারে্র প্যারেন্টাল কন্ট্রোল-এ গিয়ে এডাল্ট কন্টেন্ট ব্লক করে দিন। কোন সেক্স টয় থাকলে এক্ষুনি গার্বেজ করে দিন। ►যারা বাজে বিষয় নিয়ে বা মেয়েদের নিয়ে বা পর্ণ মুভি বা চটি নিয়ে বেশি আলোচনা করে, তাদেরকে এড়িয়ে চলুন। ▬►হস্তমৈথুনে চরম ভাবে এডিক্টেড হলে কখনোই একা থাকবেন না, ঘরে সময় কম কাটাবেন, বাইরে বেশি সময় কাটাবেন। জগিং করতে পারেন, সাইকেল নিয়ে ঘুরে আসতে পারেন। ছাত্র হলে ক্লাসমেটদের সাথে একসাথে পড়াশুনা করতে পারেন। লাইব্রেরি বা কফি শপে গিয়ে সময় কাটাতে পারেন। ▬►সন্ধ্যার সময়ই ঘুমিয়ে পড়বেন না। কিছু করার না থাকলে বই পড়ুন। ▬►ভিডিও গেম খেলতে পারেন। এটাও হস্তমৈথুনের কথা ভুলিয়ে দেবে। ▬►হস্তমৈথুনে চরম ভাবে এডিক্টেড হলে কখনোই একা থাকবেন না, ঘরে সময় কম কাটাবেন, বাইরে বেশি সময় কাটাবেন। জগিং করতে পারেন, সাইকেল নিয়ে ঘুরে আসতে পারেন। ছাত্র হলে ক্লাসমেটদের সাথে একসাথে পড়াশুনা করতে পারেন। লাইব্রেরি বা কফি শপে গিয়ে সময় কাটাতে পারেন। ▬►সেক্সুয়াল ব্যাপারগুলো একেবারেই এড়িয়ে চলবেন। এধরনের কোন শব্দ বা মন্তব্য শুনবেন না। ▬►ছোট ছোট টার্গেট সেট করুন। ধরুন প্রথম টার্গেট টানা দুইদিন হস্তমৈথুন করবেন না। দুইদিন না করে পারলে ধীরে ধীরে সময় বাড়াবেন। ▬►যখন তখন বিছানায় যাবেন না। কোথাও বসলে অন্যদের সঙ্গ নিয়ে বসুন। ▬►বাথরুম শাওয়ার নেয়ার সময় হস্তমৈথুনের অভ্যাস থাকলে যত তাড়াতাড়ি সম্ভব বাথরুম থেকে বের হয়ে আসতে চেষ্টা করুন। ▬►যখনি মনে সেক্সুয়াল চিন্তার উদয় হবে, তখনই অন্য কিছু নিয়ে চিন্তা করবেন। ▬►বন্ধুবান্ধব ও পরিবারের সবার সাথে বেশি সময় কাটান। ►ধ্যান বা মেডিটেশন করতে পারেন। যোগ ব্যায়াম করতে পারেন। ▬►নিজের পরিবারের কথা চিন্তা করবেন, আপনার সাথে যারা আছে তাদের কথা ভাববেন। ▬►অপরের সাহায্য নিতে ভুল করবেন না। রাতের বেলা হস্তমৈথুন করলে কারো সাথে রুম শেয়ার করুন। বা দরজা জানালা খোলা রেখে আলো জ্বালিয়ে ঘুমান। যখন দেখবেন যে সব চেষ্টা করেও একা একা সফল হতে পারছেন না, তখন বন্ধুবান্ধব, পরিবার, ডাক্তার- এদের সাহায্য নেয়া যায়। এখানে লজ্জার কিছু নাই। ▬►কোনদিন করেন নাই, এমন নতুন কিছু করার চেষ্টা করুন। ▬►উপুর হয়ে ঘুমাবেন না। ▬►বিকেলের পরে উত্তেজক ও গুরুপাক খাবার খাবেন না। ▬►গার্লফ্রেণ্ড বা প্রেমিকাদের সাথে শুয়ে শুয়ে, নির্জনে বসে প্রেমালাপ করবেন না। ▬►ফোনসেক্স (Phone Sex) এড়িয়ে চলুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

প্রথমত আপনাকে ধর্মীয় অনুশাসনে আসতে হবে । আপনি যদি মুসলিম হন তবে নামাজ পড়ুন কারন সালাত নিশ্চয় অশ্লীল কাজ থেকে বিরত রাখে । ২য় আপনাকে পর্ন যৌন উত্তেজনামূলক ছবি ভিডিও গান, গল্প বাদ দিতে হবে । ৩য় আপনি ঠিক ভালো বন্ধুদের সাথে মিশুন এবং একাকী পরিহার করুন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

হস্তমৈথুন বন্ধ করার একমাত্র ঘরোয়া উপায় হলো বিয়ে করা। কেউ হস্তমৈথুন আসক্তিতে একবার পড়লে প্রপার ট্রিটমেন্ট ছাড়া এর থেকে রেহাই পাওয়ার কার্যকর উপায় নেই। তবে চিন্তার কিছু নেই। আর হস্তমৈথুন এবং এর যাবতীয় কুফল দূর করার একমাত্র চিকিৎসা হলো হোমিওপ্যাথি। যৌন সংক্রান্ত যেকোন সমস্যায় প্রপার ট্রিটমেন্ট নেয়া জরুরি আর সেটা সমগ্র বিশ্বে একমাত্র হোমিওপ্যাথিই নিশ্চিত করছে। আপনার সমস্যারও স্থায়ী সমাধান আছে। রেজিস্টার্ড একজন হোমিও চিকিৎসকের পরামর্শক্রমে ট্রিটমেন্ট নিন - ঠিক হয়ে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ