কি ভাবে সেক্স করলে আমার স্ত্রী প্যগনেট হবে না,অথবা কি খেলে প্যাগনেট হবে না?


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আপনি মিলনে কনডম ব্যবহার করতে পারেন|এটি সবচেয়ে বহুল ব্যবহূত ও নিরাপদ উপায়|প্রতিবার মিলনের জন্য ভিন্ন কনডম ব্যবহার করতে হবে|তবে সতর্ক থাকতে হবে যাতে কনডম ফেটে বা ছিড়ে না যায়| এছাড়া সোমাজেক্ট ইনজেকশন নেওয়া যেতে পারে|ডাক্তারের কাছে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে ইনজেকশন নেওয়া ভালো|এটি তিন মাস মেয়াদে করতে পারবেন|এজন্য নিকটস্থSMC Blue Star কেন্দ্রে যোগাযোগ করেন|

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Junait

Call

ফেমিকন ওষুধ সেবন করে মিলন করলে

প্রেগন্যান্ট হবে না।  ফেমিন সম্পর্কে বিস্তারিত

জানতে এখানে ক্লিক করুন।

এছাড়াও প্রাকৃতিক ভাবে গর্ভরোধের জন্য....

মাসিক শুরুর ১ম দিন থেকে দিনটিই হলো

 প্রথম নিরাপদ দিন।

.

মাসিক শুরুর পর ১ম দিন থেকে ৭ম দিন পর্যন্ত বা মাসিক

শুরু হওয়ার পর প্রথম ৭ দিন আর পরবর্তী মাসিক

 শুরুর আগের ৭ দিন বা মাসিক এর পূর্ববর্তী ৭ দিন

 অবাধ সঙ্গম/মিলন নিরাপদ। মানে, এই সময় মিলন

 করলে সন্তান গর্ভে আসার সম্ভাবনা নাই। গর্ভবতী হবে না।

মাঝের দিন গুলোতে মিলনের জন্য গর্ভধারণ হওয়ার

 সম্ভাবনা আছে।

জেনে রাখা ভালো অনিয়মিতভাবে মাসিক হবার ক্ষেত্রে

 এ পদ্ধতি কার্যকর নয়। 

মাসিক চলাকালীন সময়ে মিলন করা হারাম/স্বাস্থ্যর জন্য

ক্ষতিকর।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ