Ovictg99

Call

●► যেকোন ফিল্ম রিলিজ হয়ার জন্য CBFC (Central Board of Film Certification) সার্টিফিকেট চাই । এই সার্টিফিকেট টা যেকোন মুভি প্লে হয়ার প্রথমেই দেখা যায় । আসলে এগুলোর মানে কি? কখনও লিখা থাকে U । আবার কখনও লিখা থাকে U/A । এগুলোর দ্বারা কি বুঝায় সেটা নিয়েই আজ বলব । . 

●► U দিয়ে বুঝায় = (Unrestricted Public Exhibition) মানে এই মুভি যে কেউ দেখতে পারবে । কোন নিষেধাজ্ঞা নেই! . 

●► A দিয়ে বুঝায় = (Restricted To Adult Audiences) এটা দিয়ে বুঝায় মুভিটি এডাল্ট কন্টেন্ট এর জন্য রিস্ট্রিকশন দেয়া । . 

●► U/A দিয়ে বুঝায় = (Unrestricted Public Exhibition Subject To Parental Guidance For Children Below The Age Of Twelve) মানে ১২ বছরের নিচে কেউ এই ফিল্ম দেখতে পারবেনা । . 

●► আর যদি এগুলার সাথে "S" ও থাকে , সেটা দিয়ে বুঝায় "ডাক্তার সাইন্টিস্ট এবং ইঞ্জিয়ারদের জন্য রিস্ট্রিক্ট করা"। ( আশা করি এই বিষয়ে জানতে পেরেছেন । আসলে এসব খুটি-নাটি বিষয়ে কেউ জানতে চায় না আর না জানাই রয়ে যায় ।)

Talk Doctor Online in Bissoy App