Call

X-former এর পাওয়ার অপরিবর্তিত থাকে।এর মাধ্যমে ভোল্টেজ কে হ্রাস বা বৃদ্ধি কঅঅরা হয়।পাওয়ার হলো কারেন্ট ও ভোল্টেজের গুনফল।

এক্ষেত্রে প্রাইমারীতে যে পাওয়ার সেকেন্ডারিতে একই পাওয়ার পাওয়া যায়।শুধুমাত্র ভোল্টেজ পরিবর্তন হয়।সেকেন্ডারীতে (আউটপুট) ভোল্টেজ বাড়লে কারেন্ট কমে যাবে,আবার ভোল্টেজ কমলে কারেন্ট বেড়ে যাবে।কারন যেহেতু পাওয়ার S=V*I, সুতারাং দুটোর কম্বিনেশনে পাওয়ার একই থাকে।বুঝতে না পারলে বলবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ