মূলত মানুষ মারা গেলে তার শরীর পঁচে যায়। আর পূণ্যবান হলে আত্মা 'ইল্লিন' নামক জায়গায় চলে যায় এবং পাপী হলে 'সিজ্জিন' নামক জায়গায় চলে যায়। কিন্তু কবর জগৎ বলে একটা জগৎ আছে। যা এই জগতের মতো না। সেখানে তার শরীর সংরক্ষিত থাকে এবং সেই শরীরের সঙ্গে আত্মার সংযোগ সৃষ্টি করে দেওয়া হয়। আর তখনই পাপীকে আজাব দিলে সে শরীর এবং আত্মা উভয়টাতেই অনুভব করে। অর্থাৎ, কবরের শাস্তি শরীর এবং আত্মা উভয়টার উপরও পতিত হয়। পুণরুত্থান হল- কিয়ামতের পর সবাইকে আবার কবর থেকে ওঠানো হবে। এটা পুণরুত্থান। আর পুণরুত্থানের পর হাশরের মাঠে প্রত্যেকের প্রাপ্য অনুযায়ী প্রতিদান দেওয়া হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ