Call

সবার আগে একটা কথা বলতে আমি চাই

লেখাপড়ার বিকল্প ভাই অন্য কিছুই নাই

লেখাপড়ায় যত বেশি মন দেই

সফলতা ততই খুজিয়া পাই,

মাঝে মাঝে ইংলিশ আর অংক করি আমি

মনে হয় তখন তারা করে আমার সাথে ফাজলামি!

কিন্তু বাংলা আর ইতিহাসে ভাই

আমার কোন জুড়ি নাই!

-

ভাই আর হয়না!! ঘুম ধরে ভাই!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Porimolray

Call

লেখাপড়া করব, স্বশিক্ষিত হব, পড়াশুনার বিকল্প নাই, আদর্শ জীবন গড়তে চাই॥

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আজকাল ইস্কুলে লেখাপড়া হয় না চুপ করে থাকে স্যার, কোনো কথা কয় না জানতে চাইলে আসে বেত নিয়ে শাসাতে  চুপি চুপি বলে যায়, এসো মোর বাসাতে দু-তিন চার ব্যাচ মন দিয়ে পড়বে তোমরাই একদিন দেশটাকে গড়বে ঝিম মেরে পড়ে থাকে চক আর ডাস্টার সবাই পাস দেখে খুশি হেডমাস্টার শিক্ষার আলো তবু ধুকে ধুকে জ্বলছে আমাদের লেখাপড়া এভাবেই চলছে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ক্লাস ফোরে থাকতে লেখাপড়া নিয়ে একটা কবিতা লিখেছিলাম। আপনার প্রশ্ন দেখে সেটাই মনে আসল। তাই সে কবিতাটিই দিচ্ছি-

বাংলা যদি পড়তে বসি মনটা হয় খুশি,

গণিত যদি না করে যায়, স্যার দেবেন ঘুষি!!!

সমাজটা একটু সহজ, তাও অনেক কঠিন।

ইংরেজিটা পড়তে পড়তেই শেষ হয়ে যায় দিন।।।

বিজ্ঞানটা শেষ করলাম, শেষ হলো ঠ্যালা!!!

লেখাপড়া সাথে নিয়ে কঠিন ভিষণ চলা।

ঈদের ছুটি শুরু হবে আর কদিন পরে,

একয়টা দিন পার করব, একটু কষ্ট করে।।

পরীক্ষা আবার শুরু হবে ঈদের ছুটির শেষে!!

লেখাপড়ার ভয়ে আমি থাকবনা আর দেশে।

লেখাপড়া করতে করতে চলে যাবে দিন,,

আর আমিও বলে যাব লেখা পড়া খুব কঠিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

লেখা পড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে ....

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ