আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। মূলত হোমিওপ্যাথি ওষুধের মূল্য বেশি নয়। একজন রোগী ১০-৫০ টাকার মধ্যে তার প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করতে পারেন। সমস্যা হচ্ছে, অনেক চিকিৎসক তার ফি নির্ধারণ না করে ওষুধের মূল্য বাড়িয়ে নিয়ে থাকেন। তাই চিকিৎসকের উচিত ফি নির্ধারণ করা এবং ওষুধের জন্য আলাদা মূল্য নেয়া।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আসলে হোমিওপ্যাথি চিকিৎসা অল্প খরচে করা যায়, কিন্তু এ ওষুধের মূল্য মানুষের জানা থাকেনা বিধায় কিছু ওসাধু বেবসায়ি বেশি মুল্ল নিয়ে থেকে , তবে হোমিওপ্যাথি ওষুধ বাহির থেকে  বেশী আনতে হয় তা একটি কারণ হতে পারে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

হোমিওপ্যাথি জার্মানি ঔষধের দাম একটু বেশি . তবে ডাক্তার দের একটা ফীস তো থাকবেই. বর্তমানে অলোপাথি ও হোমিওপ্যাথি পড়ার খরচা একই.অলোপাথি ডাক্তার টাকা বেশী নিলে অসুবিধা নেই ; হোমিওপ্যাথি রা ফি চাইলেই আপনারা ভয় পান কেন ? জেনে রাখবেন অলোপথি তে রোগ চেপে রাখা হয়. আর হোমিও ডাক্তার রা ওনেক পরিশ্রম করে একটা ক্রনিক মেডিসিন সিলেকশন করেন. তাহলে বলুন ফীস বেশী নেওয়া কার উচিত ???

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আমার মতে আপনাকে ঠগানো হয়। এলোপ্যাথি এর থেকে হোমিও প্যাথি ওষুধ এর দাম তুলনা মূলক অনেক কম। আপনি এক দোনাক থেকে ওষুধ  না নিয়ে অন্যান্য দোকান গুলাতে যাচাই করে দেখতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ