Jamiar

Call

প্রশ্নটি মতামত মুলক যা গ্রহণযোগ্য নয়। তবে আপনাকে বুঝানোর ক্ষেত্রে বলছি।

আসলে আপনি কয়টি সন্তান নিবেন, না ' নিবেন সেটা আপনার ও আপনার ফেমিলির ব্যক্তিগত ব্যাপার।যদি আপনার ধন সমপত্তি বেশি থাকে বা আপনার পারিবারিক অবস্থা ভালো বা যদি আপনার ফেমিলির সদস্য বা স্ত্রী বলে যে আপনাদের ৩ টি বা ৪ টি বেবি লাগবে যা ২ জন ছেলে ২ জন মেয়ে কিন্তু দেখা গেলো ৩ জন মেয়ে হলো। এতে করে আপনাদের ক্ষেত্রে কোন সমস্যা বা অভাব মুক্ত থাকলেও অন্যদের বেলায় কিন্তু তা নয়।

কেনো না বর্তমানে বাংলাদেসে দারিদ্র্যতার হার বেশি আর অনেকেই জন্মবিরতীকরন পদ্ধতি ব্যাপারে না জেনে বুঝে অনাকাঙ্ক্ষিত ভাবে সন্তান আসে।আর এদের বেলায় সন্তান এর লেখাপড়া করা বা লালনপালন করা কষ্ট কর হয়।এছাড়া উক্ত দারিদ্র্য পরিবার এর অর্থনীতি ও বাসস্থান এ ক্ষেত্রে খুবেই অসুবিধা সৃষ্টি হয়।কাজেই দুই এর অধিক সন্তান সবার ক্ষেত্রে বা সকল ফেমিলির ক্ষেত্রে প্রযোজ্য না। 

 কেউ মাত্র ২ টি সন্তান নেন।আর ছেলে হোক বা মেয়ে হোক ২ টি সন্তান যথেষ্ট। কারন এতে ধনি হোক বা গরিব হোক না কেন এভাবে সমান ভাবে সন্তান জন্মদান করলে সমাজে বসবাস  ও দেশের অর্থনীতিতে প্রভাব ফেলবে না।

আশা করি বুঝতে পারছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ