বই পায়ে পড়লে বা মাটিতে পড়লে সালাম করার কোনো বিধান নেই। সালাম করার নির্দিষ্ট ক্ষেত্র আছে, মানুষকেই কেবল সালাম করতে হয়, তাও মৌখিকভাবে। অন্য কোনো পদ্ধতিতে সালাম করা জায়েজ নেই। বইকে সালাম করা যাবে না। এমনকি অসতর্কতাবশতঃ কুরআন মজিদও যদি হাত থেকে পড়ে যায়, তবুও সালাম করা কিংবা সমাজে প্রচলিত কোনো কাজ করার দরকার নেই। বরং এজন্য ইস্তিগফার তথা আল্লাহর কাছে ক্ষমা চাইবে। [সূত্র: ইমদাদুল ফাতাওয়া : ৪ : ৬০; তালিফাতে রশিদিয়া : ২২১] মোটকথা- বই পড়ে গেলে সালাম করতে হবে না এবং এক্ষেত্রে সালাম করার কোনোই মানে নেই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ