আজ পর্যন্ত কেউ ডিকশনারি ওভাবে মুখস্ত করতে পারে নি। প্রয়োজনে আগত শব্দের অর্থ জানার জন্য ডিকশনারি পড়ুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

একটা শব্দ বার বার পড়ুন,মনস্থির করে পড়ুন, একবার পড়ুন,তারপর বার বার না দেখে ট্রাই করুন। নিজে নিজে বই না দেখে খাতায় মুখস্থ রাখার চেষ্টা করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

অয়থা একাধারে সব শদ্বের অর্থ পড়বেন না এতে আপনারই সমস্যা হবে যেমনঃমুখস্ত তো হবেই না সাথে মাথা গরম হবে এবং সময় নষ্ট হবে।তার চেয়ে এভাবে পড়ুন আপনি যে পৃষ্ঠা দুইটি পড়তে চান তা আগে বাছাই করে নিন কোনগুলো পড়বেন।মানে আপনার কাছে যেগুল মনে হবে যে এগুলো বইয়ে বেশি ব্যাবহৃত হচ্ছে বা আপনাকে পড়তে যেই শদ্বার্থ বেশি প্রয়োজন হচ্ছে সেগুলো পড়ুন।আর তারাহুরা করে পড়বেন না ধীরেসুস্থে সুন্দর এবং মনোযোগ সহকারে পড়ুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি একাধারে সব মুখস্থ করলে সেটা ভুলে যাবেনে|তাই আপনি একটা টেকনিক ব্যবহার করতে পারেন|মনে করেন আপনি রাস্তা দিয়ে হাটছেন আর নানান জিনিস দেখছেন|প্রতিদিন আপনি যে নতুন জিনিস গুলো দেখছেন এগুলোর অর্থ জেনে নিন|বইয়ে কোন না জানা শব্দ থাকলে সেটা জেনে নিন|আর মনে রাখার জন্য এগুলো বাস্তব জীবনে চর্চা করুন|

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ