JAShakil

Call

সমাস নির্ণয়ের সহজ উপায় -১ https://is.gd/haRQoq সমাস নির্ণয়ের সহজ উপায় -২ https://is.gd/tTH2DU সমাস নির্ণয়ের সহজ উপায় -৩ https://is.gd/sxisrX

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Call

সমাস সহজে মনে রাখার কৌশল ও দিয়ে যুক্ত হলে বলবে দ্বন্দ্ব, সমাহারে দ্বিগু হয় এটা নয় মন্দ, যে যিনি যেটি তিনি কর্মধারয় হয়, যাহার বাক্যের শেষে বহুব্রীহি পায়, বিভক্তি লোপ পেলে তত্পুরুষ কবে, ব্যয় হীন পদটি জেনো অব্যয়ী হবে, বিভক্তি না লুপ্ত হলে অলুক সমাস হয়, মন দিয়ে পড় সবে করো নাকো ভয়। অবস্থানঃ আগে অব্যয় পরে তত্ কর্ম দ্বিগু, উভয়ে দ্বন্দ্ব কোনটাই বহুব্রীহিতে নেই। অবস্থানঃ আগে অব্যয় পরে তত্ কর্ম দ্বিগু,উভয়ে দ্বন্দ্ব কোনটাই বহুব্রীহিতে নেই। অর্থাত্, পূর্বপদের প্রাধান্য যে সমাসে থাকে তাই অব্যয়। এ সমাসটি অভাব সমীপ্য বীপ্সা সাদৃশ্য ইত্যাদি বোঝায়। পরপদের প্রাধান্য থাকে তত্পুরুষ কর্মধারয় ও দিগু সমাসে। আর উভয় পদের প্রাধান্য থাকে দ্বন্দ্ব সমাসে। এবং ব্যাসবাক্যের বাইরে অন্য কোন পদ নিয়ে যে সমাস তাই বহুব্রীহি সমাস।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ