মোবাইল এর মাধ্যমে brows করা যে কোনো web page অথবা facebook- page গুলোকে মেমোরি কার্ডে সেভ করার কোন উপায় বা apk File আছে কি? অথবা E-book আকারে , বা PDF আকারে Memory Card এ save করার কোন উপায় আছে কি? যাতে করে সেই File বা Page যেকোন সময় আমি ব্যবহার করতে পারি। এমন কি Bluetooth বা Share এর মাধ্যমে সেই File বা Page কে Mobile টু Mobile স্থানন্তর বা Transfer করতে পারি। Please Give Me Solution With Link.
Share with your friends
Call

আপনি যদি অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করেন তাহলে আপনি Chrome এই App টি ব্যবহার করতে পারেন,আপনি এই এপ দিয়ে যেটা ইউস করবেন(Facebook Pag, Wev Page) ঐই এপের ডান দিকে উপরে (:) এরকম একটি চিহ্ন দেখবেন ওখানে ক্লিক করলে কত গুলো অপশান আসবে সেখান থেকে Prints… এটাতে ক্লিক করবেন এবং Save দিবেন,তারপর আবার সেভ দিবেন৷বেচ আপনার কাজ শেষ৷

Talk Doctor Online in Bissoy App

হ্যাঁ। আছে আপনি এর জন্য play store থেকে paperus নামক apps টি download করে এরকম সুবিধা পেতে পারেন।

Talk Doctor Online in Bissoy App