Memory card lock করার তথা memory card এ password দিয়ে রাখার কোনো উপায় আছে কি?


Share with your friends

হ্যা, আছে।

এ জন্য আপনার একটি নোকিয়া ফোন লাগবে।

nokia 2700 বা nokia 2730 হলে ভালো হয়।

১। যে মেমরিতে পাসওয়ার্ড দিতে চাচ্ছেন, সেটি ফোনে ডুকান।

২। memory card এ যান।

৩। মেমরি কার্ড এর option এ যান।

৪। তারপর দেখুন,  Set password আছে। 

image

৫। সেখানে পাসওয়ার্ড দিন,তারপর কনফ্রিম করুন।

ব্যাস!

এখন আপনার মেমরিতে পাসওয়ার্ড সেট করা। অর্থাৎ, আপনার মেমরিটা যে সেটে পাসওয়ার্ড দিছেন ঐ মোবাইল ছাড়া  অন্য কোন ফোনে  Show করবে না। এমনকি কম্পিউটারে ও না। 

Talk Doctor Online in Bissoy App