মোটা ঠোঁট চিকন করার একমাত্র উপায় হল

সার্জারি করা। এক্ষেত্রে আপনি এক ত্বক

বিশেষজ্ঞের পরামর্শ নিন। ধন্যবাদ

আর বোচা নাক সোজা করতে একধরনে ক্লিপ আছে অইগুলা ইউজ করতে পারেন ক্লিপ এ কাজ না করলে আপনাকে অভিজ্ঞ ডাক্তার দিয়ে রাইনোপ্লাস্টি করাতে পারেন।  রাইনোপ্লাস্টির মাধ্যমে বোঁচা,

থ্যাবড়ানো,বোচা বা বসে যাওয়া নাক

যেমন খাড়া করা যায়, তেমনি বেঁকে

যাওয়া নাক, কুঁকড়ানো নাক সোজা

করা যায়, আবার বেশি খাড়া নাক,

পাখির ঠোঁটের মতো নিচের দিকে

বাঁকানো নাকও স্বাভাবিক আকৃতিতে

আনা যায়। মোটা নাককে করা যায় সরু

আর সরু বা বন্ধ নাককে করা যায়

প্রসারিত। রাইনোপ্লাস্টি শুধু নাকের

সৌন্দর্যই ঠিক করে না, একই সঙ্গে

নাককে যথাযথভাবে কাজ করতেও

সহায়তা করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

বোঁচা নাক সোজা করা এবং ঠোঁট চিকন করার প্রাকৃতিক বা সাধারণ কোনো উপায় নেই। তবে আপনি প্লাস্টিক সার্জারি করতে পারেন। আর এ ব্যাপারে আপনি প্লাস্টিক সার্জারি করায় এমন ত্বক বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে দেখতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

বোচা নাক হবার পেছনে সায়েন্স বলে এটা জিন গত ব্যাপার। বাচ্চার পরিবার থেকে এটা পেয়ে থাকে। তাই সাধারণ ভাবে এটা অপরিবত'নশীল। 

তবে প্লাস্টিক সাজা'রীর মাধ্যমে চিকিৎসা করালে বোচা নাক সমাধান সম্ভব। তাছাড়া যদি বাচ্চা খুব ছোট থাকে তাহলে অলিভওয়েল দিয়ে নাক ম্যাছেজ করলে কিছুটা উপকার পেতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ