নামাযের কথা ইসলামে এইভাবে বলা আছে যে যদি তোমার কোন সমস্যা থাকে তবে তুমি বসে নামায আদায় কর সেটা না পারলে সুয়ে ইসারায় নামায আদায় কর । তবুও নামায বাদ দেয়ার কোন বিধান নাই যদি না অসম্ভব হয়ে পড়ে । হ্যাঁ ভাই এতে আপনার সেজদা হবে কারন আপনি রোগে আক্রান্ত ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
kanon

Call

জি নিশ্চয়ই হবে । আপনি ইচ্ছা করে করছেন না।

আপনার শারীরিক সমস্যা।

আল্লাহ আপনার নামাজ কবুল করুন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Robiulkhan

Call

সেজদা সহীহ হওয়ার জন্য নাক নয় কপাল শতর্। নাক জমীনে নালাগিয়ে কপাল রাখুন, সেজদা হবে।অাবার এটকে অজুহাত বানিয়ে দাড়িয়ে পড়া যাবেনা। যতটুকু সময় দাড়ানোর শক্তি অাছে ততটুকু দাড়ানো ফরজ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ওজরের কোন মাসআলা নাই। যতক্ষন আপনি অসুস্থ ততক্ষন আপনি যে অবস্থায় পারেন সেভাবেই সেজদা করবেন।নিশ্চয়ই আল্লাহ্‌ দয়াময় ও ক্ষমাশীল

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ