মুন

Call

আগে ভালভাবে সামনের পরীক্ষাটা দাও। সামনের HSC এক্সামে ভাল করতে যেটা করার দরকার সেটাই আগে করো। তাহলে দেখবা তোমার এডমিশনের ৬০% পড়া অলরেডি হয়ে গেছে। বাকিটা এক্সামের পর সাধারণ জ্ঞানের জন্য MP3 কিংবা জয়কলি পড়তে পারো, সাথে সাথে অবশ্যই সাম্প্রতিক বিষয়ে পড়বা। আর নাইন/টেনের বাংলা গ্রামার বোর্ড বই ভালভাবে পড়তে হবে। ইন্টারমিডিয়েটের বাংলা প্রথম পত্র বই এর গদ্য/পদ্য থেকে অনেক গ্রামার ভিত্তিক প্রশ্ন থাকবে। খ ইউনিটে বাংলা কিন্তু হার্ড হয়। আর ইংরেজীর জন্য ব্যারন'স টফেল বইটা পড়বা, পাশাপাশি জয়কলি বা অন্যযেকোন একটা ইংরেজীর শীট কিনে শুধু নিয়ম টপিক এসব ফলো করতে পারো। শুভ কামনা রইল ছোট ভাই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ