আমি ২০১৬ সালের ২ বছর মেয়াদে diploma in bussiness studies এর পরীক্ষাটি,আমি কি যেকোনো পাবলিক ইউনিভারসিটিতে চারুকলা বিভাগ এ এডমিশন টেস্ট দিতে পারব? পারলেও কি রকম প্রিপারেসন নিতে হবে?দয়া করে বলবেন কি?
Share with your friends
Call

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে চারুকলা অনুষদের অধীনে প্রতিটি বিভাগে চার বছরমেয়াদি অনার্স কোর্স এবং এক বছরমেয়াদি মাস্টার্স কোর্স চালু রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ‘চ’ ইউনিটের মাধ্যমে। এ অনুষদে ভর্তির জন্য আবেদন করতে হলে শিক্ষার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার জিপিএ আলাদাভাবে ৩ এবং একত্রে ন্যূনতম ৬.৫০ থাকতে হয়। আপনার এই কোর্সটি যেহেতু উচ্চ মাধ্যমিক সমমান তাই আপনি যদি ৬.৫০ পয়েন্ট পান তাহলে আবেদন করতে পারবেন। 

Talk Doctor Online in Bissoy App