Unknown

Call

পৃথিবী ঘুর্ণায়মান এটা সাধারণ মানুষকে বোঝাতে হলে বলুন পৃথিবী যদি না ঘুরতো তাহলে সূর্য সবসময় এক যায়গায় থাকতো অর্থাৎ ভোরে পূবে দুপুরে মাথার উপর সন্ধ্যায় পশ্চিমে এমনটা হতোনা। ফলে আজীবনই দিন থাকতো রাত কক্ষনোই আসতোনা। পৃথিবী ঘুরে বলেই রাত দিন আসে। এ সম্পর্কে কোরআনে আল্লাহ্ তাআলা বলেন- “তিনিই সৃষ্টি করেছেন রাত্রি ও দিন এবং সূর্য ও চন্দ্র। সবাই আপন আপন কক্ষপথে বিচরণ করে।” -[২১:৩৩] উপরে উল্লেখিত আয়াতে ব্যবহৃত আরবি শব্দ “ﻳَﺴْﺒَﺤُﻮﻥ ” (ইয়াছবাহুন), যা “সাহাবা” মূল থেকে এসেছে। এই শব্দটি যেকোন প্রবাহমান বস্তু থেকে উদ্ভুত গতিকে বুঝানোর জন্য ব্যবহৃত হয়ে থাকে। শব্দটিকে যদি মাটির উপরে কোন ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয় তাহলে এর অর্থ এটা নয় যে সে গড়াগড়ি দিচ্ছে, বরং এর অর্থ হবে সে হাটছে বা দৌড়াচ্ছে। আবার শব্দটিকে যদি পানিতে অবস্থিত কোন ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয় তাহলে এর অর্থ এটা নয় যে সে ভাসছে, বরং এর অর্থ হবে সে সাঁতার কাটছে। একইভাবে যদি “ﻳَﺴْﺒَﺤُﻮﻥ ” (ইয়াছবাহুন) শব্দটি আকাশ সম্পর্কিত কোন জিনিস, যেমন- সূর্য সম্পর্কে ব্যবহার করা হয়, তাহলে এটা কেবল মহাশূন্যের মধ্যদিয়ে উড়াকেই বুঝাবে না, বরং এটি মহাশূন্যে আবর্তিত হয় – এমন অর্থ বুঝাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ