স্ক্রু গেজ কাকে বলে? লঘিষ্ট গনন কি? পিচ কি? কিভাবে LC নির্নয় করে? ("লঘিষ্ঠ গণন = পিচ / বৃত্তাকার স্কেলের ভাগের সংখ্যা" সুত্রটি বুঝিয়ে বলুন)
Share with your friends

স্ক্রু গজ : যে যন্ত্রের সাহায্যে তারের ব্যাসার্ধ, সরু চোঙের ব্যাসার্ধ ও ছোট দৈর্ঘ্য পরিমাপ করা যায় তাকে স্ক্রু গজ বলে।

পিচ : স্ক্রু গজের টুপি একবার ঘুরালে এর যতটুকু সরন ঘটে এবং রৈখিক স্কেল বরাবর যে দৈর্ঘ্য এটি অতিক্রম করে তাকে বলা হয় স্ক্রুর পিচ।
লঘিষ্ঠ গনন : বৃত্তাকার স্কেলের মাত্র এক ভাগ ঘুরালে এর প্রান্ত বা স্ক্রুটি যতটুকু সরে আসে তাকে বলা হয় যন্ত্রের লঘিষ্ঠ গনন।

লঘিষ্ঠ গনন= পিচ/বৃত্তাকার স্কেলের ভাগের সংখ্যা।
কথাটার অর্থ হল পিচকে স্ক্রু গজের বৃত্তাকার স্কেলের যত ভাগে ভাগ করা যাই তার মোট সংখ্যা দ্বারা ভাগ করতে হবে।
 বৃত্তাকার স্কেলের সাধারণত ১০০ ভাগ থাকে এবং যন্ত্রে পিচ থাকে ১ মিমি
 অতএব লঘিষ্ঠ গনন = ১/১০০ = ০.০১ মিমিimage
Talk Doctor Online in Bissoy App