Call

আস-সালামু-আলাইকুম। সকল প্রশংসা মহান আল্লহর জন্য। ছলাত ও সালাম প্রিয় নবী মুহাম্মাদ ‘সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’ এর উপর বর্ষিত হউক। আপনার তলপেটে যে ব্যাথা করে এটা মূলত পায়খানা ক্লিয়ার নাহওয়ার কারণে। জ্বালাপোড়া কড়ার লক্ষণটা কিছুটা আশংকাজনক। তবে আপনি নি¤েœর পরামর্শগুলো পালন করে দেখুন, আশা করি ভাল ফল পাবেন। ১। প্রতিদিন প্রচুর পরিমানে শাক-সব্জি খান। ২। প্রতিদিন পর্যাপ্ত পরিমানে এন্টিঅক্সিডেন্ট সম্মৃদ্ধ খাবার খান। ৩। প্রতিদিন পর্যাপ্ত পরিমানে আশ সম্মৃদ্ধ খাবার খান। ৪। পর্যাপ্ত পরিমান পানি পান করুন। ৫। প্রতিদিন কিছু হালকা ব্যায়াম করুন। ৬। প্রতিদিন ৬-৭ ঘন্টা ঘুমান, অধিক রাত্রি জাগার অভ্যাস থাকলে তা পরিহার করুন। ৭। এলার্জিক খাবার ও ফাষ্টফুড এবং সফ্ট ড্রিংস পরিহার করা। ৮। গরুর গোশ, ব্রয়লার মুরগি, চিংড়ী মাছ, গোল আলু এবং ক্যামিক্যালযুক্ত সকল ধরনের প্যাকেটজাত খাবার পরিহার করুন। এসব করেও যদি ভাল কোন রেজাল্ট নাপান তাহলে অবশ্যই আপনি কোন ভাল ও অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে যোগাযোগ করুন। আপনার এলাকার ভাল হোমিও ডাক্তারের প্রয়োজনে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে ০১৭৭৭-৬৪১৫৫৮। হে আল্লহ, উত্তরদাতাকে ক্ষমা করুন, তার দ্বীন ও দুনিয়ার উপকারী ইলমকে বৃদ্ধি করে দিন। আমিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আমার উত্তরে সতর্ক সংকেত দেও। তাইলেই আমি ব্লক খেতে পারি। কেউ ত দেও সতর্ক সংকেত।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ