বিষয়টা অত্যান্ত দুঃখজনক। কিছু মনে নিবেন না, তিনি কি আপনার আসল মা? আসলে পৃথিবীর কোন মা ই স্নেহমাথা শাসন ব্যাতিত কড়া শাসন করেন না । এটা তার দ্বারা সম্ভব ও না। যে সন্তানকে দশ মাস পেটে ধারন করেছে, আবার জন্মের পর অধিক সুরক্ষা ও যত্ন নিয়েছে সেই সন্তানকে কি কোন মা নির্যাতন করতে পারে? হয়তো এটা আপনার বুঝার ভুল হতে পারে। আর আপনি এটাও উল্লেখ করেন নি, তিনি আপনার উপর কি রকম নির্যাতন চালাচ্ছেন। যাই হোক, হয়তো তিনি আপনার কোন কাজকর্ম বা চলাফেরায় ত্রুটি দেখেছে, তাই আপনাকে সংশোধনের চেষ্টা চালাচ্ছে। মাকে ভুল না বুঝে, জিজ্ঞেস করুন। আর যতটুকু পারেন, মাকে সম্মান দিন এবং মায়ের কথা মেনে চলুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ