ঝিমানো নিজে কোন রোগ নয়, এটা অন্য কোন রোগের উপসর্গ হতে পারে। যেমন, প্রথমেই আপনার আম্মুর জন্য যেটা হতে পারে সেটা হল হাইপোথাইরইডিজম। তাছাড়া নর্ভাস সিস্টেমের কোন অসুখও হতে পারে। তবে যেহেতু উনি বাড়ীর গৃহকর্ত্রী তাই উনি হয়ত অনেক ব্যাস্ততার কারনেও ঘুমাতে না পারলে বা অতিরিক্ত কোন চিন্তার কারনে রাতে ভালো ঘুম না হলেও এই রকম হতে পারে। যদি উনার হাইপোথাইরইডিজম হয় তাহলে বিষয়টা গুরুত্বের সাথেই দেখা উচিৎ।তাই সমস্যাটি বেশী দিন থাকলে একজন মেডিসিন ডাক্তারের পরামর্শ নিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ