বাহুর দৈর্ঘ্য 11 সে.মি. ।
শেয়ার করুন বন্ধুর সাথে
biggan

Call

মনে করি, a একটি বাহু, যার দৈর্ঘ্য 11 cm। বাহুটিকে সমান তিন ভাগে ভাগ করতে হবে।

image

অঙ্কনের বিবরণ:

১) যেকোনো রশ্মি AE থেকে a এর সমান করে AB রেখাংশ কাটি।

image

২) AB রেখাংশের A বিন্দুতে যেকোনো কোণের সমান করে ∠FAB অঙ্কন করি। 

image

৩) এবার AF রশ্মির A বিন্দু থেকে সুবিধামত তিনটি সমান ব্যাসার্ধ নিয়ে AM,MN ও ND রেখাংশ কাটি। 

image

৪) AN এর সমান ব্যাসার্ধ নিয়ে B কে কেন্দ্র করে AB এর যে পাশে ∠FAB আছে তার বিপরীত পাশে একটি বৃত্তচাপ অংকন করি। 

image

৫) এবার, NB এর সমান ব্যাসার্ধ নিয়ে A কে কেন্দ্র করে AB এর যে পাশে ∠FAB আছে তার বিপরীত পাশে আরেকটি বৃত্তচাপ অংকন করি, যারা পরস্পরকে O বিন্দুতে ছেদ করে। 

image

৬) O,B যোগ করি ও AM এর সমান করে OP রেখাংশ কাটি। 

image

৭) O,M ও P,N যোগ করি, যারা AB রেখাংশকে যথাক্রমে C ও L বিন্দুতে ছেদ করে।

image

তাহলে AC,CL ও BL-ই উক্ত ত্রিখন্ডক রেখাংশত্রয়। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

কম্পাসের সাহায্যে একটি রেখাংশকে সমান ৩টি ভাগে বিভক্ত করার পদ্ধতি নিচে দেওয়া হলোঃ ১.প্রথমে যেকোনো রশ্মি থেকে প্রদত্ত ১১সে.মি এর সমান করে AB অংশ কেটে নিই । ২.AB রেখাংশ এর A বিন্দুতে যেকোনো কোন x এর সমান করে কোন EAB অঙ্কন করি এবং B বিন্দুতে A কোনের বিপরীত দিকে কোন x এর সমান করে কোন FBA অঙ্কন করি । ৩.এবার AE রেখাকে যেকোনো ব্যাসার্ধ নিয়ে দুটি ভাগে যথাক্রমে AM,MN এ বিভক্ত করি ।আবার BF রেখাংশকেও ওই একই ব্যাসার্ধ নিয়ে যথাক্রমে BP,PQ দুটি অংশে বিভক্ত করি । ৪.এবার M,Q এবং N,P যোগ করি যা AB কে C ও D দুটি বিন্দুতে ছেদ করেছে । ৫. অতএব AB রেখাংশ যথাক্রমে AC,CD,DB সমান ৩টি ভাগে বিভক্ত হলো । অঙ্কনের বিবরণ অনুযায়ী চিত্র অঙ্কন করুন তাহলে বুঝতে সুবিধা হবে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ