যদি কম্পাসের সাহায্যে আকাঁ যায় তাহলে সেটা কিভাবে যাবে?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call
হ্যাঁ, কম্পাসের সাহায্যে ৩০° কোণ আঁকা যাবে। আপনি প্রথমে একটি রেখাংশ টানুন। এর নাম দিন BC। এখন B কে কেন্দ্র করে যেকোনো মাপ নিয়ে BC তে একটি বৃত্তচাপ আকুন। আবার একই মাপে যেখানে বৃত্তচাপটি BC কে ছেদ করেছে সেটিকে কেন্দ্র করে আরেকটি বৃত্তচাপ আকুন যাতে এই বৃত্তচাপটি আগেরটিকে ছেদ করে। এখন দুটি যেখানে ছেদ করেছে তার নাম দেই a । a এবং B যোগ করুন। এখানে ৬০° কোণ উৎপন্ন হবে। এখন এটিকে অর্ধেক করুন তাহলেই ৩০° কোণ পাবেন। চিত্র এখানে দেওয়া সম্ভব হলোনা। আরো জানতে চাইলে ফেসবুকে আমার সাথে যোগাযোগ করুন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ