ধর্মীয় ক্ষেত্র ছাড়া ছবি তুলা ইসলামে নিষেধ। আর প্রানীর ছবি আকা এটা সম্পূর্ন হারাম। কেননা, যারা চিত্রশিল্পী প্রানীর ছবি যারা আকে তাদের কে বিনা হিসেবে জাহান্নামে নিক্ষেপ করা হবে  জাকির নায়েকের ব্যপারটি হচ্ছে, তিনি ধর্মীয় প্রচার করছেন। আর পূর্বেই বলা হয়েছে, ধর্মীয় ক্ষেত্রে ছবি তুলতে পারবেন। যেমন হজ্জের সময়। আর জাকির নায়েকের ভিডিও ধর্মীয় প্রচার। ধর্মীয় কাজ ছাড়া ছবি তুলা ভিডিও করা সম্পূর্ন নিষেধ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

প্রাণীর ছবি তোলা এবং আকানো উভয়টিই হারাম।আপনি জাকির নায়েকের কথা বলেছেন এ ব্যাপারে সালফে সালেহীনরা এ মত দিয়েছেন যেঃকল্যাণ যদি তুলনামূলক বেশী হয় তাহলে জায়েয,কিন্তু আমি মনে করা এটা থেকে ও বেচে থাকা উওম।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

এই প্রশ্নের উত্তরটা অন্যভাবে বলি তাহল : ব্যবহারিত মোবাইলের ভীতর কোরআনশরীফ হাড''ডিক্সে রাখা এবং তা পড়া যাবে কিনা?

এপ্রসংগে ইসলামিক জ্ঞানী জনের(মুফতি, মোহাদ্দেস)  মধ্যো দুই ধরনের  ফতোয়া দিয়েছন।

যেহেতু তখন ইলেক্ট্রনিক  মিডিয়া ছিল না তাই সরাসরি এবিষয়ে কোন দলিল চাইলেই কেউ দিতে পারবে না। তবে ব্যাখ্যা দিতে পারবে যা অনেক বিস্তর 


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ