ক্বাবা তথা মসজিদুল আল-হারাম শরীফের সম্মানিত ইমামগণ হলেন, ১।আবদুর রহমান আল-সুদাইস ২।সৌদ আল-শুরাইম ৩।মাহের আল মুয়েকলি এবং মসজিদে নববী 'র সম্মানিত ইমামগণ হলেন ১।আবদুর রহমান আল হুসাইফি ২।সালাহ আল বুদাইর ৩।শাইখ ড. আবদুল বারি আওয়া ৪।শাইখ ড. আবদুল মুহসিন আল ৫।শাইখ ড. হুসাইন আবদুল আজি ৬।শাইখ ড. আহমাদ ইবনে তালি ৭।শাইখ ড. আবদুল্লাহ বুয়াইজান

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

image মাক্কার ইমাম হচ্ছেন- আব্দুর রাহমান আস সুদাইস, সা'দ শুরাইম। মাদিনার ইমাম হচ্ছেন- শেইখ সালাহ আল বুদাইর।

শেইখ সালাহ আল বুদাইর জাকির নায়েকের অনেক লেকচারে অংশ গ্রহণ করেছেন এবং কুরান তেলাওয়াত ও করেছেন।

২০১৫ সালে জাকির নায়েক কিং ফাইসাল আওয়ার্ড পান। যা সবচেয়ে সম্মানিত  একটি আওয়ার্ড। যারা ইসলাম এর খেদমত করে তাদেরকেই এই আওয়ার্ড প্রদান। করা হয়।

সৌদি সরকার ও ওখান কার মাশায়েখ রা সবাই জাকির নায়েক কে সাপোর্ট করেন। প্রতি বছর ই জাকির নায়েক সৌদি  আরব যান এবং ওখানকার ধর্মীয় ব্যাক্তিদের সাথে দেখা করেন। উল্লেখ্য, এ বছর জাকির নায়েক সৌদিতেই অবস্থান করবেন এবং এ বছর ভারতে আসার সম্ভাবনা নেই।

তার কয়েকটি বইও আরবিতে অনুবাদ করেছে দারুস সালাম প্রকাশনী। (ছবিতে বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের কাছ থেকে পুরষ্কার গ্রহণ করছেন)


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ