আমার একটা ফোন আছে,ফোনের মডেল
wolton primo d2|প্রথমে  ভালই নেট চলত
কিন্তু বর্তমানে নেট সংযোগ চালু করলে ফোন
আর কাজ করে না অর্থাৎ স্কিন বাটন আর
কাজ করে না|এর কোনো সমাধান আছে কি
থাকলে আমাকে দয়া করে জানান|

Share with your friends
Call
এই রকম সমস্যা আমার এক ফ্রেন্ড এর ও
হয়েছিলো, এটি ঠিক করার ভিন্ন কোনো
উপায় নেই।  আপনি ফোনটি ফ্লাশ দিয়ে নিন,, আশা করছি ঠিক হয়ে যাবে।
Talk Doctor Online in Bissoy App
TarikAziz

Call

অনেক dada & cache জমা হওয়ার

জন্য এইরকম হতে পারে।  সেটিং-এ

 গিয়ে, অ্যাপস-এ যান, তারপর cache

গুলো ডিলিট করে দিন, তারপরেও ঠিক

না হলে, রিকোভারি মোড-এ গিয়ে

factory reset করে নিন, ঠিক হয়ে যাবে। 

Talk Doctor Online in Bissoy App

আপনার ফোনটির রোম ক্রিটিক্যাল সমস্যাই আছে।

অামার SAMSUNG GRAND NEO তে  এরকম হয়েছিলো

আমি কাস্টম  ররম দিয়ে ঠিক করেছি। আপনার ফোনটাও

যদি কাস্টম রম দেওয়া যাই তাহলে ১০০% ঠি হয়া যাবে।

আপনার ফোনে যদি OTA SYSTEM থাকে তাহলে সেটা

চেক করুন যদি কোনো আপটেড ছাড়ে তাহলে সেটা

Download করে Install করুন তাহলেও ঠিক হবে।

যদি আপটেড না থাকে তাহলে। সব থেকে ভালো হয়

কাস্টোমার কেয়ারে  নিয়েজান জত্নসহকারে সেরে দিবে

কাস্টম রম যদি দিতে চান তাহলে Kingroot App টি

 Download  করুন। রুট করার পর কি কি করতে হবে

মনতব্য করুন বলে দেবো।

ধন্যবাদ।

Talk Doctor Online in Bissoy App