Call

Ecozole plus দাদে ব্যবহার করতে

পারেন। ফার্মেসিতে পাবেন

দাম 34 টাকা


অথবা হামদর্দের Dermaid ডারমেইড

মলম ব্যবহার করতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Indro paul

Call

গৌরী রিং কিউর অথবা tricoderma ক্রিমটি সকাল এবং বিকালে আক্রান্ত স্থানে মৃদুভাবে ঘষে লাগান। বি:দ্র:আক্রান্ত স্থানে সাবান ব্যবহার করবেন না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Yakub Ali

Call

এর জন্য ফুল কোর্স ঔষধ সেবন করতে

হবে।

হাতের আঙ্গুলের চিপা, বগল, কুচকি, রানের চিপা পায়ের আঙ্গুলের চিপা এমনকি কখনো কখনো পেশাব পায়খানা করার রাস্তা (genitalia, Rectum)এবং মুখের ভেতর (oral cavity) হতে পারে। দাদকে এত ছোট করে দেখার কিছু নেই।


সঠিকভাবে রোগ নির্ণয় না করে উল্টা-পাল্টা steroid cream ব্যবহার না করে আমাদের উচিত একজন চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করা। ছোট রোগ দাদ থেকেই জন্ম নিতে পারে অন্যান্য জটিল দুরারোগ্য ব্যাধি। দাদ চিকিৎসায় আমরা বিভিন্ন ধরনের Anti fungal cream এবং মুখে খাওয়ার ওষুধ দিয়ে থাকি। কাউকে কাউকে আমরা anti fungal সাবান, পাউডার দিয়ে থাকি।


মাত্র ২০ থেকে ২৫ দিনেই এই রোগ থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়া সম্ভব।


ডা. আসিফ ইমরান সিদ্দিকী

চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

দেখুন আপনি বিস্তারিত জানান নি।এর পরে ও আপনাকে বলছি, ওনি/ডারনিল ব্যাবহার করতে পারেন। আর হ্যাঁ পরিষ্কার ও ঘাম মুক্ত থাকতে চেষ্টা করবেন॥

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

রনের চিপায় পেভিসোন ক্রিম দিনে ২বার ব্যবহার করেন|আশা করি ভালো হয়ে যাবে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ