Call

চারটি প্রশ্নের উত্তর আপনি চেয়েছেন। আমি উত্তরগুলো বলছি তবে সেগুলোর কোন কোরআন- হাদিসের দলিল চাইলেই দেয়া সম্ভব নয় তবে ধমী'য় দৃষ্টি কোন থেকে বলবো আর কিছু পেয়েছিলাম " খোয়াব নামা" পুস্তক থেকে।

আপ্নার প্রশ্ন:গত শনিবারে স্বপ্নে দেখি আমার আব্বু মারা গেছে।

উত্তর : নিজেদের কারোর মৃত্যু দেখলে অপরের ক্ষেত্রে তা হয়।

আপ্নার প্রশ্ন: আজকে স্বপ্নে দেখি একটা নতুন কবর, 

উত্তর : স্বপ্নে কবর দেখা ভাল। কেননা কবর দেখলে মৃত্যুর কথা স্বরন হয়। তাতে করে দীনদার হবার সুযোগ সৃষ্টি হয়।

আপ্নার প্রশ্ন:  দেখি যে মসজিদে নামায পড়তে গেছি বাট ইমাম খুৎবা পড়তাছে তাই আমি মসজিদের ভিতর থেকে বাহির হইছি পরে ফিরত এসে দেখি নামায প্রায় শেষ। 

উত্তর : আল্লাহ আপনাকে পছন্দ করেন তাই আল্লাহর ঘর মসজিদে গিয়েছিলেন এবং খুৎবা পড়া দেখলেন।কিন্ত শয়তান ধোকা দিয়ে আপনাকে মসজিদের বাহীরে নিয়ে এসেছে।

 আপ্নার প্রশ্ন: ঈদের পরের দিন থেকে আমার ডান চোখের পাতা কাপতাছে ।

উত্তর : এগুলো ১০০% কুসংস্কার,  এটার সাথে ধমী'য় কারনের কোন সংশ্লিষ্টতা নেই।

সাধারণত  শরীরের সমস্যার কারনে চোখের পাতা কাপে।

পরামশ' : স্বপ্নের মাধ্যমে অনেকে মানুষ অনেক কিছু পেয়েছেন।  তাই আপনি ৫ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করুন,  দেখবেন আল্লাহ্‌ আপনার সবকিছুই সমাধান করে দিয়েছেন। ইনশাল্লাহ 

পরামশ' : স্বপ্নে কখনো খারাপ কিছু দেখলে,  বিজ্ঞ আলেম ব্যতিত কাউকে বলবেন না , তাতে অমংগল হবে না।

ধন্যবাদ 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ