আচ্ছা Calculator এর এই তিনটা বাটন এর কাজ কি? বাটনগুলা হল MRC, M- এবং M+ এই তিনটা বাটন এর পুরা কাজ কি,এবং কিভাবে বা কি কাজে এগুলা ব্যাবহার হয়। কেউ জানলে পুরা details বিস্তারিতভাবে বলুন প্লিজ।
Share with your friends

Call

আমাদের সাধারন ক্যালকুলেটরে M+, M- এবং MRC নামে তিনটি বাটন থাকে। বাটনগুলির কাজ নিন্মরূপঃ সাধারন ক্যালকুলেটরে ছোট্ট একটি মেমোরি সুবিধা দেওয়া থাকে। ডিফল্ট অবস্থায় এই মেমোরির মান ০ (শূন্য)। যখন আমরা একটি হিসাব বের করার পর M+ বাটনটি প্রেস করবো, তখন ওই শূন্যের সাথে সর্বশেষ ফলাফল যোগ হবে। যেমনঃ যদি সর্বশেষ ফলাফল হয় ১৫, তবে M+ বাটনটি প্রেস করার ফলে মেমোরির মান হবে ১৫। আবার দ্বিতীয়বার যদি ফলাফল ১০ হয় এবং M+ বাটনটি প্রেস করা হয়, তবে মেমোরির মান হবে ২৫। অনুরুপভাবে M- বাটনটি প্রেস করলে মেমোরি সাথে সর্বশেষ ফলাফল বিয়োগ হবে। যেমনঃ আগে মেমোরির মান ছিল ২৫। এখন সর্বশেষ ফলাফল ৮ হলে এবং M- বাটন প্রেস করলে মেমোরির মান হবে ১৭। MRC এর পূর্ণরূপ হল Memory Recall Clear। অর্থাৎ মেমোরির মান ক্লিন করতে এই বাটনটি ব্যাবহার করা হয়।

Talk Doctor Online in Bissoy App