Yakub Ali

Call

নাকে পলিপ হলে যে সমস্যা দেখা দিতে পারে!

নাক বন্ধ থাকা- এক বা দুই  নাসারন্ধ্র একসঙ্গে বন্ধ থাকতে পারে

নাক দিয়ে পানি পড়া

বেশি হাঁচি পাওয়া

নাকে কোনো গন্ধ  না পাওয়া

মাথাব্যথা থাকা

নাকিসুরে কথা বলা

মুখ হা করে ঘুমানো

চিকিৎসা

নাকের পলিপের চিকিৎসা হলো অপারেশন। অপারেশন করলে সাধারণত নাকের পলিপ ভালো হয়ে যায়। তবে এই পলিপ বার বার হতে পারে এবং প্রয়োজনবোধে কয়েকবার অপারেশন করা লাগতে  পারে। এলার্জি থেকে দূরে থাকলে এই রোগ থেকে দূরে থাকা সম্ভব।

বিনা অস্ত্রোপচারে পলিপের পূর্ণাঙ্গ চিকিৎসা সম্ভব নয়। তবে অ্যান্টিহিস্টামিন-জাতীয় ওষুধের মাধ্যমে অ্যালার্জি নিয়ন্ত্রণের ফলে পলিপের ফোলা ভাব কিছুটা কমে আসতে পারে। এ ছাড়া পলিপের চিকিৎসায় প্রাথমিক অবস্থায় স্টেরয়েড জাতীয় সেপ্র নাকে ব্যবহার করা হয়, এতেও পলিপের আকার ছোট হয়ে আসতে পারে। আধুনিক পদ্ধতিতে অস্ত্রোপচারে নিরাময়ের হার বেশ ভালো।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

পলিপ বড় হইলে শ্বাস প্রশ্বাস কার্যে ব্যাঘাত হয়। *আক্রান্ত স্থানে প্রদাহ হয় । *ব্যথা তীব্র হইলে নাকে হাত দেওয়া যায় না। *শ্বাস প্রশ্বাস নাক দিয়ে লওয়া যায় না। *মুখ হা করিয়া শ্বাস টানিতে হয়। *হাঁচি অন্যতম উপসর্গ । *নাক থেকে পুজ বা পানি নির্গত হওয়া। *নাকে ঘ্রান শক্তি হ্রাস পায় বা কমে যায়। *মাথা ব্যথা মুখ মন্ডলে ব্যাথা অনুভব হয়। *নাক থেকে অনেক সময় রক্ত পড়া। *নাকের ভিতর সর্দি শ্লেস্মা জমাট বাধে। *নাক থেকে পচা দুর্গন্ধ বাহির হয়। *নাকে কথা বলা। পলিপ ছোট থাকিলে উহার কোন লক্ষণ প্রকাশ পাওয়া যায় না।

হোমিওপ্যাথিক চিকিৎসাঃ

যেহেতু লক্ষন ভিত্তিক সেহেতু লক্ষন ভিত্তিতে চিকিৎসা করা বাঞ্চণীয়

১। সেঙ্গুনেরিয়া নাইট্রিকা ৩x - ডান নাকে পলিপাস হলে - দিনে দুই বার খাবারের পূর্বে

২। ল্যাকেসিস ২০০ - বাম নাকে পলিপাস হলে - দিনে দুই বার খাবারের পূের্ব

৩। সেঙ্গুনোরিয়া নাইট্রিকা ১x বিচূর্ন - উভয় নাকে পলিপাসে - ২০গ্রেন ১আঃ গ্লিসারিনে মিশাইয়া নাকের পলিপাসে বাহ্যিক প্রয়োগ

৪। ক্যালকেরিয়া ফ্লোর ১২x - পলিপাস শক্ত হলে - শিশু: ৩ বড়ি করে, প্রাপ্ত বয়স্ক ৬ বড়ি করে, দিনে তিন বার

৫। ক্যালকেরিয়া ফস ১২x - পলিপাস নরম হলে ও অস্থি কোমল ও দুর্বল ও শূষ্ক হলে - শিশু: ৩ বড়ি করে, প্রাপ্ত বয়স্ক ৬ বড়ি করে, দিনে তিন বার

৬। ফসফরাস ২০০ - রক্ত শ্রাবী পলিপাস হইলে - দিনে দুই বার খাবারের পূর্বে

৭। সোরিনাম ১ম - দুর্গন্ধময় পলিপাস হলে - সকালে ঘুম থেখে উঠে বাশি মুখে একবার

৭। থুজা সিএম - অভিজ্ঞ চিকিৎসকের মতে - একমাত্রাই আরোগ্য করে।

৮। AmnonCarb-২০০/Arum Triphylum-২০০ - নাক প্রায় বন্দ থাকলে - দিনে দুই বার খাবারের পূর্বে

৯। ফেরাম ফস ৩x - নাকে ময়লা মিশ্রিত রক্ত হাতে লাগলে - প্রথমে ১ ডোজ

১০। এলিয়াম সিপা ৩০ - ঘন ঘন সর্দি নাক ও চোখ দিয়ে জল পরে ও হাঁচি লক্ষণে - দিনে তিন বার খাবারের পূর্বে

১১। মার্কসল ৩০ - ঠান্ডা গরম (কোনটাই সহ্য হয়না) করতে পারে না - দিনে তিন বার খাবারের পূর্বে

চিকিৎসায় ভাল না হইলে, হোমিওপ্যাথিক ঔষধ বাহ্যিক প্রয়োগ করে সম্প্রসারণ করা অথবা আপারেশন করিতে হইবে।

ডাঃ এম এ হান্নান

ফিরোজা হোমিও হেল্থ ফার্মা

কালসী রোড, ‘ধ’ ব্লক মোড়, মিরপুর, ঢাকা

Mob: ০১৯৬১৫৩৫৫১৩ =সংগ্রহীত=

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ