শেয়ার করুন বন্ধুর সাথে

সংক্ষেপে বললে বলা চলে অনলাইন হোস্টে আপনার প্রয়োজনীয় তথ্য বা ডাটা সংরক্ষণের মাধ্যম হল এই ক্লাউড স্টোরেজ। 

বিস্তারিতঃ অনেক সময়ই দেখা যায় আমরা আমদের

পার্সোনাল বা গুরুত্বপূর্ণ ডাটা সংরক্ষণের

জন্যে কম্পিউটারে কোন ফোল্ডার হাইড

করে রেখে বা আলাদা কোন মাইক্রো এস

ডি মেমোরিতে রেখে সংরক্ষণ করি। কিন্তু

সব সময় সেখানে সেকল ডাটা সেভ থাকে

না। আপনার সে ডাটা গুলো যদি অনলাইনে

কোন হোস্টে সংরক্ষণ করে রাখতে পারতেন

তাহলে কত ভালই না হতো। যেমন আপনারা

আপনাদের জরুরি লেখা মেইলে ড্রাফট করে

রাখেন কিংবা ফেইসবুকে নোট করে Only

me করে রাখেন।

এমন অনেক সাইট আছে যেখানে আপনি লগিন

হয়ে আপনার প্ত্রয়োজনীয় ডাটা (মিউজিক,

সফটওয়্যার, ভিডিও, বা যেকোন ধরণের

ফাইল)সেভ করে রাখতে পারবেন। প্রয়োজন

হলে আবার ডাউনলোড দিয়ে নিতে

পারবেন তাই হলো এই ক্লাউড স্টোর।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ