আসসালামু আলাইকুম! ভাই আমি একটা বিষয় জানবার জন্য আপনাদের কাছে এসেছি। আমার এন্ড্রয়েড মোবাইলে ফোন মেমরি টা ফুল হয়ে গেছে। তাই আমি আজ সেটিংক্স এর > স্টোর > এ গেলাম গিয়ে দিখি আমার মোবাইলের মধ্যে miscellaneous file নামে একটা ফোল্ডার অনেক মেমরি নিয়ে আছে। এখন আমি জানতে চাইতাছি যে ভাই,আমি যদি এই ফাইল গুলা ডিলেট করি তাহলে পরে কি কোনো সমস্যা হবে? বা আমার মোবাইল থেকে কি কোনো তথ্য হাড়িয়ে যাবে এই ফাইল গুলা ডিলেট করলে? আর এই miscellaneous file এর। কাজ টা কি ভাই? প্লিজ দয়া করে উওর দিয়েন। উপকৃত হবো....
Share with your friends
Call

আসলে miscellaneous file এর কাজ হলো...কোনো সফটওয়্যার দিয়ে আপনি ইন্টারনেট থেকে যেসব ডাটাসমুহ তথা--ভিডিও, অডিও, ডকুমেন্ট ইত্যাদি ডাউনলোড করে রেখেছেন তা সংরক্ষন করে রাখা। উক্ত ফাইল হতে কিছু ডিলিট করলে তা মুছে যাবে তথা আর থাকবে না।

Talk Doctor Online in Bissoy App
RanaRana

Call

miscellaneous মানে হচ্ছে পাচঁমিশালী... আপনি যদি এই ফাইলটি ডিলিট করে দেন তবে আপনার ফোন থেকে ডাটা মুছে যাবে... এই ফাইলটি অডিও,ভিডিও,এ্যাপস্,ছবি সবকিছু সমন্বয়ে রয়েছে।।।

Talk Doctor Online in Bissoy App