এপ্রিল এর ২২ তারিখ রাতে অধিকাংশ ১৫-১৭ বছর বয়সীদের হঠাত রাত ২ - ৪ পর্যন্ত এর মধ্যে একেক জনের একেক সময় ঘুম ভাঙছে। এটার কারন কি? আর ঘুম ভাঙার সাথে সাথে অনেক ভয় পেয়েছে অনেক জন। এটা কিজন্য হয়েছে?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

22 রাতে ঘুম ভাঙ্গার ও ভয় পাওয়ার বিশেষ কোন কারন নেই এটি একটি সাধারন ঘটনা ৷ 2-4 টার সময় অনেকের ঘুম ভাংতে পারে ৷ বৃদ্ধ - না বালক সবার ঘুম ভাংতে পারে ৷ এটা আপনার মনের ভুল ধারনা ৷15-17 বছরের ছেলেদের মনের ভাবটা উদাসিন ৷ দিন যা কল্পনা করে রাতে তাই স্বপ্ন দেখে ৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ