শেয়ার করুন বন্ধুর সাথে
Call

কোচিং এর সুবিধা : ১.নিয়মিত যেতে হয়,না হয় পড়ায় পিছিয়ে যায়। ২.স্যারেরা ভালো করে পড়ায়। ৩. ছাত্রছাত্রী কম হয় বলে সবাই গ্রহণযোগ্যতা পায়। ৪.প্রতিটা ছাত্র প্রশ্ন করার অধিকার রাখে। ৫.রেগুলার পড়া আদায় করা,এবং দেওয়া হয়। ৬.বইয়ের পাশাপাশি অন্য source হতে তথ্য সংগ্রহ করে দেওয়া হয়। স্কুলে অসুবিধা : ১.ঠিকমত পড়ায় হয় না বর্তমান স্কুলগুলোতে,সবাই কোচিং প্রেমী। ২.বাড়ির ঘুমটা ক্লাসে এসেই ঘুমায় স্যার, তো পড়াবে আর কি? ৩.অত্যাধিক ছাত্রছাত্রী বিধায় মনযোগ নষ্ট হয়। ৪.বিশেষ কিছু ভালো স্টুডেন্ট এর সাথে ভালো সম্পর্ক থাকে স্যারের, বাকিরা থাকে অবহেলিত। ৫. পড়া দেওয়া হলেও সময় মিলেনা পড়া আদায় করার। ৬.বছর শেষে সিলেবাস এ শেষ হয় না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ