সঠিক উত্তর দিন
Share with your friends

আসল মোবাইলগুলো ব্রান্ডের হয় এবং সবকিছু ভালো হয় কিন্ত কপি সেটগুলোর যন্ত্র সস্তা হয়ে থাকে এবং বেশিদিন টিকে না.

Talk Doctor Online in Bissoy App

Call

Original Mobile: অরিজিনাল মোবাইল মানে কোন একটি ব্রান্ডের মোবাইল। যা মানের দিক থেকে ব্রান্ড ভেদে ভালও হতে পারে, আবার খারাপও হতে পারে। বড় বড় ব্রান্ড মোবাইল কোম্পানীগুলি সাধারণত নিজেরাই মোবাইল প্রস্তুত করে থাকে। যেমন: স্যামসং। আবার কোন কোন ব্রান্ডের মোবাইলের কিছু কিছু পার্টস অন্য কোম্পানী তৈরি করে থাকে। যেমন: এপলের ডিসপ্লে স্যামসং তৈরি করে। তবে এই সকল ব্রান্ড কোম্পানী তাদের ব্রান্ডের নাম ধরে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করে মোবাইলের মান ধরে রাখার। এরজন্য তারা ভাল পার্টস ব্যাবহার সহ নানা ধরনের কোয়ালিটি পরীক্ষার পর একটি মোবাইল বাজারজাত করে। ফলে ব্রান্ডের মোবাইলের দামও একটু বেশি পড়ে।

সুবিধা:
১. কোয়ালিটি ভাল থাকে
২. কোন সমস্যা হলে নির্দিষ্ট সময়ের মধ্যে ফ্রি সার্ভিস পাওয়া যায়
৩. বিক্রি করতে গেলে দাম কিছুটা ভাল পাওয়া যায়

অসুবিধা:
১. দাম তুলনা মূলক একটু বেশি পড়ে

Copy Mobile: কপি মোবাইলগুলি হল অন্য মোবাইলের নকল কপি। সাধারনত ব্রান্ডের মোবাইল তৈরির সময় যে পার্টসগুলি কোয়ালিটি পরীক্ষায় ফেল করে এবং বাতিল করা হয় সেগুলিই পরে নিয়ে এসে কিছু অসাধু ব্যাবসায়ী এই কপি মোবাইল তৈরি করে। আবার যেসকল মোবাইল নষ্ট হয়ে যায়, সেগুলি থেকে ভাল পার্টসগুলি খুলে জোড়া দিয়ে এবং বাইরে নতুন কভার লাগিয়ে কপি মোবাইল তৈরি করা হয়। চায়নাতে বর্তমানে কপি মোবাইল তৈরির কারখানা গড়ে উঠেছে, যেখানে কেবল এই নকল বা কপি মোবাইলই তৈরি হয়। বাইরে থেকে সাধারন চোখে দেখে বোঝার উপায় নেই। তবে এই মোবাইলগুলি সামান্যতমও কোয়ালিটি বলতে কিছু থাকে না।

সুবিধা:
১. কম দামে দামী ব্রান্ডের মতো দেখতে মোবাইল কেনা যায়

অসুবিধা:
১. সামান্যতমও কোয়ালিটি নেই
২. কোন সমস্যা হলে সার্ভিস পাওয়া যায় না
৩. দ্বিতীয়বার বিক্রি করা যায় না

Talk Doctor Online in Bissoy App