Share with your friends
Call

MICR একটি প্রযুক্তি যার মাধ্যমে চেকের বৈধতা সুবিধা, যাচাই করা যায়। MICR চেকে চুম্বকীয় কালি (Magnetic Ink) ব্যবহার করা হয়। এ চেক স্ক্যান করার সময় এর চুম্বকীয় ডিজিট কম্পিউটার নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে পড়ে নেয় এবং ব্যবহারের জন্য সংরক্ষণ করে। কেউ যদি MICR চেকের ফটোকপি করে ব্যাংকে ক্লিয়ারিং-এর জন্য জমা দেয় তবে উক্ত চেক সহজেই জাল হিসেবে চিহ্নিত করা যায়। দু:ক্ষিত অসুবিধা দিতে পারলাম না।

Talk Doctor Online in Bissoy App