গ্রুপ খুললে মেম্বার এড করতে হয়! আপনি বা যে কেউ ঐ গ্রুপের পোস্ট দেখতে পারবে এবং পোস্ট করতে পারবে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
JAShakil

Call

ফেইসবুক গ্রুপ হচ্ছে কোনো এক সম্প্রদায়, গোষ্ঠী বা প্রতিষ্ঠানের জন্য একটি কমিউনিটি । ফেইসবুক গ্রুপ কোনো নির্দিষ্ট কাজের মধ্যে সীমাবদ্ধ নেই । যেকোনো কাজের জন্য যে কোনো প্রয়োজনে বা তাগিদে গ্রুপ খোলা হয় । যেমনঃ সহজে রক্ত যোগাড় করার জন্য গ্রুপ খোলা । এই গ্রুপের মাধ্যমেই খুব সহজে রক্ত সংগ্রহ হচ্ছে । আবার ধরুন, কোনো প্রতিষ্ঠান একটি গ্রুপ খুললো । এতে লাভ হচ্ছে লোকজন সেই গ্রুপে লোকজন জয়েন করে নানা অভিযোগ করতে পারবে এবং পরামর্শ দিতে পারে যাতে ভবিষ্যতের প্রোডাক্টগুলো আরও ভালো হয় । তাছাড়া এমনও এতে পারে একটি দল (ex: Argentina,brazil) এর সমর্থনবে কেন্দ্র করে একটি গ্রুপ খোলা হল যাতে সেই দল সমর্থনকারীরা তাদের দলের লেটেস্ট এক্টিভিটি সম্পর্কে জানতে পার ও আলোচনা করতে পারে । এরকম হাজার হাজার নজীর রয়েছে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ