এক ব্যাক্তি 7m ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার মাঠ 1.5 পাক ঘুরলে তার সরণ কত ? দয়া করে ব্যাখ্যা করবেন কি?
Share with your friends

Call

প্রশ্নমতে,

বৃত্তটির ব্যাসার্ধ = ৭ মিটার।


 

উপরের চিত্র অনুযায়ী, ব্যাক্তিটি ১.৫ বার বৃত্তটি প্রদক্ষিন করে। সেই হিসাবে সে A বিন্দু থেকে যাত্রা শুরু করে পুনরায় A বিন্দু অতিক্রম করে B বিন্দুতে এসে যাত্রা শেষ করে। তার মানে লোকটি বৃত্তটির ব্যাস পরিমান সরন অতিক্রম করছে।

তাহলে বৃত্তের ব্যাসার্থ ৭ মিটার হলে ব্যাস = ৭ * ২ মিটার
                                        = ১৪ মিটার

তারমানে, লোকটির সরন ১৪ মিটার

Talk Doctor Online in Bissoy App