ইসলামের বিদ্বাণ অনুযায়ী হজ্জ একটি ফরজ ইবাদাত যা কুরানে বহুবার উল্লেখ আছে ইহাতে কোন সন্দেহ নাই। কিন্তু আজ কাল কিছু মূর্খ লোক ইসলামের বিধান হজ্জকে ছোটো ও কলঙ্কিত করার উদ্দেশে আমাদের দেশের এক নদীর পারে এক বিশাল জামাতের আয়েজন করছে। যা নাকি হজ্জের সমতুল্ল ( নাউজু বিল্লাহ)। ইসলামের কোন বিধনকে এভাবে মনগরা কোন কাজের সাথে সামিল করা ইসলামের পরিপন্থী। সম্পুন বিদাআত!!! ইসলামে কোন দ্বিতীয় হজ্জ বলতে কিছু ছিল না আর নাইও । ইলামের ঐক্যটা বিনষ্ট করার জন্য এটা একটা চক্রান্ত!! আর এরূপ কাজ সয়াবের জন্য করা নিসক বোকামি । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াল্লাম বলেছেন, ﻭَﺇِﻳَّﺎﻛُﻢْ ﻭَﻣُﺤْﺪَﺛَﺎﺕِ ﺍﻷُﻣُﻮْﺭِ ﻓَﺈِﻥَّ ﻛُﻞَّ ﻣُﺤْﺪَﺛَﺔٍ ﺑِﺪْﻋَﺔٌ ﻭَﻛُﻞَّ ﺑِﺪْﻋَﺔٍ ﺿَﻼَﻟَﺔٌ‏) ﺭﻭﺍﻩ ﺃﺑﻮ ﺩﺍﻭﺩ ﻭﺍﻟﺘﺮﻣﺬﻯ ﻭﻗﺎﻝ ﺣﺪﻳﺚ ﺣﺴﻦ ﺻﺤﻴﺢ “তোমরা (দ্বীনের) নব প্রচলিত বিষয়সমূহ থেকে সতর্ক থাক। কেননা প্রত্যেক নতুন বিষয় বিদআ‘ত এবং প্রত্যেক বিদআত ভ্রষ্টতা”।[সুনান আবু দাউদ, হাদীস নং ৩৯৯১ ও সুনান আত-তিরমিযী, হাদীস নং ২৬৭৬, তিরমিযী হাদীসটিকে হাসান ও সহীহ বলেছেন।]

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ