শেয়ার করুন বন্ধুর সাথে
Call

স্প্যাগেটি আর নুডুলসের মধ্যে আসল পার্থক্য হলো একটা ইটালিয়ান খাবার আর একটা চাইনিজ খাবার l আর সবথেকে বড় মিল হলো স্প্যাগেটি বা নুডুলস দুটোই মূলত পাস্তা l স্প্যাগেটি মূলত একটি ইটালিয়ান খাবার। এটা তৈরী হয় সাধারনত মোটা ময়দা (Semolina) এবং পানি দিয়ে l সাধারণত নুডুলসের থেকে এটা একটু চ্যাপ্টা অনেকটা ফিতার মত হয়ে থাকে l আর নুডুলস মূলত চাইনিজ খাবার। এটা তৈরী হয় সাধারনত চাল গুড়া (Rice),ডিম এবং পানি দিয়ে। তবে কিছু কিছু ক্ষেত্রে চালের বদলে মিহি ময়দা গুড়াও (Durum flour) ব্যবহার হয়। এটা স্প্যাগেটির চেয়ে সাদা এবং চিকন l

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ