শেয়ার করুন বন্ধুর সাথে

গুণণীয়ক- হলো একটি সংখ্যার উত্‍পাদকগুলো অর্থ্যাত্‍ ঐ সংখ্যাকে ভাঙলে বা উত্‍পাদকে বিশ্লেষণ করলে যেসব সংখ্যা পাওয়া যায় তাদের সকলকে ঐ সংখ্যার গুণণীয়ক বলো ।যেমন ৮ এর গুণণীয়কগুলো 1,2,4,8 কারণ ৮কে বিশ্লেষণ করলে এসব সংখ্যা পাওয়া যায় । 

 গুণীতক- একটি সংখ্যা যা দ্বারা যেসব সংখ্যা নিঃশেষে বিভাজ্য তাদের কে ঐ সংখ্যার গুণীতক বলে ।সাধারণত আমরা গুণিতক কে নামতা হিসেবে প্রকাশ করে থাকি ।যেমন ৮ এর গুণিতক হবে 8,16,24,32,40......... 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

গুণিনীয়ক হচ্ছে কোন সংখ্যাকে ভাগ করে যতটুকু ভাঙ্গানো যায়।আবার গুণিতক কোন সংখ্যার সাথে আরেকটি সংখ্যার সাথে যতটুকু গুণ করা যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

*কোনো একটি সংখ্যাকে গুণ করার মাধ্যমে গঠিত সংখ্যাগুলোকে ঐ সংখ্যার গুণীতক বলে*কোনো একটি নির্দিষ্ট সংখ্যাকে যে সংখ্যাগুলো নিঃশেষে ভাগ করতে পারে সে সংখ্যাগুলোকে ঐ সংখ্যার গুণনীয়ক বলে*

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য ।প্রথমে জেনে নেয়া যাক গুণণীয়ক ও গুণিতক কি । গুণণীয়ক হলো একটি সংখ্যার উত্‍পাদকগুলো অর্থ্যাত্‍ ঐ সংখ্যাকে ভাঙলে বা উত্‍পাদকে বিশ্লেষণ করলে যেসব সংখ্যা পাওয়া যায় তাদের সকলকে ঐ সংখ্যার গুণণীয়ক বলো ।যেমন ১৬ এর গুণণীয়কগুলো 1,২,৮,১৬ কারণ 16কে বিশ্লেষণ করলে এসব সংখ্যা পাওয়া যায় । এবার আসি গুণীতকে  একটি সংখ্যা দ্বারা যে সকল সংখ্যা নিঃশেষে বিভাজ্য, সে সকল সংখ্যাকে প্রথম সংখ্যাটির গুণিতক বলে । সাধারণত আমরা গুণিতক কে নামতা হিসেবে প্রকাশ করে থাকি ।যেমন 10 এর গুণিতক হবে 10,20;30;40;50;60;70;80;90;100......... এখানে মনে রাখার প্রয়োজন যে একটি সংখ্যার গুণণীয়কের সংখ্যা নির্দিষ্ট কিন্তু গুণীতক অসংখ্য । এইতো এসব তথ্য হতে এখন আপনি নিজেই পার্থক্যগুলো বের করে নিতে পারবেন ।আশা করি উত্তরটা বঝতে   পেয়েছেন । ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ