শেয়ার করুন বন্ধুর সাথে

১.এ আসন নিয়মিত অভ্যেসে স্নায়ুর মটর নিউরন সুস্থ-সাবলীল থাকে। ফলে যৌবন দীর্ঘস্থায়ী হয়।
২.মেরুদন্ড নমনীয়-কমনীয় হয়। মেরুদন্ডের সংযোগস্থলগুলোর স্থিতিস্থাপকতা বজায় থাকে বলে লোয়ার মটর নিউরন বেশি কর্মক্ষম হয়।
৩.টনসিলে রক্ত চলাচল বৃদ্ধি পায় বলে টনসিলের সমস্যা থাকলে তা দূর হয়ে যায়। ঘন ঘন ঠান্ডা লাগা দূর হয়। নিয়মিত এ আসন করলে টনসিল সম্পূর্ণরূপে সেরে যায়। তবে ক্রনিক হলে ডাক্তারের পরামর্শ নেয়া উচিত।
৪.পিটুইটারি গ্ল্যান্ডে রক্ত চলাচল বৃদ্ধি করে তাকে সুস্থ-সতেজ রাখে। ফলে বিভিন্ন মেয়েলি রোগে উপকার পাওয়া যায়।
৫.থাইরয়েড গ্ল্যান্ডের হরমোন প্রবাহ ঠিক রাখে।
৬.শশাঙ্গাসনের নিয়মিত অভ্যেস লম্বা হতে সাহায্য করে।
৭.এছাড়াও অগ্ন্যাশয়, যকৃৎ ও প্লীহার কাজ সুপরিচালিত হয়।
৮.যারা ক্ষুধামন্দায় ভোগেন তাদের এ আসন করলে ক্ষুধা বাড়ে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ