Call

'কাইরোপ্র্যাকটিক' মেরুদন্ড থেকে অনেক অসুখের চিকিৎসা করা সম্ভব | মেরুদন্ড ও তার আশেপাশের হাড় "ঠিক জায়গায় সেট" করে দেয়া হয়। যাকে আমরা সোজা বাংলায় বলতে পারি উনারা পিঠ ফুটিয়ে থাকেন | এই চিকিৎসা পদ্ধতি যেই সব রোগ নিরাময় নিয়ে দাবি করে তা নিয়ে এখনো অনেক বিতর্ক রয়েছে কিন্তু পিঠ ও কোমরের ব্যথা জনিত বেশিরভাগ সমস্যার জন্য কাইরোপ্র্যাকটিক চিকিৎসার বেশ সুনাম রয়েছে | কাইরোপ্র্যাকটিক ডাক্তাররা শুধু হাড়ের জোড়া ফুটান না, তারা রোগীদের কিছু হালকা ব্যায়াম শিখিয়ে থাকেন যা কিনা ঘরে বসে ফিজিওথেরাপির কাজ দেয় |

Talk Doctor Online in Bissoy App