শেয়ার করুন বন্ধুর সাথে
princerand1

Call

বেতের নামাজ ওয়াজিব আর ওয়াজিব আদায় না করলে পাপ হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
AbdurRob

Call

বিতন নামাজ ওয়াজিব আর ওয়াজিব ফরজের কাছাকাছি/নৈকট্য। তাই উক্ত নামাজ ইচ্ছা করে ছেরে দিলে গুনাহগার হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
mukul

Call

সালাম নিবেন। এশার সালাতের পরেই বিতিরের ওয়াক্ত শুরু হয়। যদিও আমরা বিতির এশার সাথে পড়ি, কিন্তু এটা হচ্ছে 'শেষ রাতের'/কিয়ামুল লাইলের সালাত।এটা রাসুল(সঃ) ও উনার সাহাবীরা শেষ রাতে পড়তেন। কিন্তু যেহেতু পড়ার সময় শুরু হয়ে যায়, হযরত আবু বকর(রাঃ) এটা ও প্রথম রাতে ও হযরত উমর(রাঃ) এটা শেষ রাতে 'তাহাজ্জুদ' সালাতের পর পড়তেন। মহানবী(সঃ) আবু বকরকে(রাঃ)কে ঠিক ও হযরত উমর(রাঃ)-কে অধিকতর ঠিক বলেছেন। শেষ রাতের কোন সালাত ' ওয়াজিব' নয়। বিতির হচ্ছে 'সুন্নাতে মুয়াক্কাদা'। বিতির হচ্ছে দিনের শেষ সালাত। হাদীস আছে, তোমরা বিতিরকে শেষ সালাত কর। এটা অনেকটা 'রচনার' উপসংহার লিখার মত। বিতির না পড়লে গুনাহ নাই। এ ব্যপারে হযরত আলী(রাঃ) এর একটা হাদীস আছে। ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ