শেয়ার করুন বন্ধুর সাথে
Jamiar

Call

করোনা ভাইরাস বলতে এক গোত্রের অনেকগুলো ভাইরাসকে বোঝায়, যা মূলত প্রাণীদের মধ্যে পাওয়া যায়। বার্ড ফ্লু তথা সার্স ভাইরাসও এই গোত্রের। হিউম্যান করোনা ভাইরাস এক ধরনের জুনোটিক রোগ এবং এই সংক্রমণটি প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে।

ভাইরাসটির অনেক রকম প্রজাতি আছে। কিন্তু, এখন পর্যন্ত বিজ্ঞানীরা প্রায় ছয়টি করোনা ভাইরাস সনাক্ত করেছেন, যা মানুষকে প্রভাবিত করে এবং হালকা থেকে মারাত্মক লক্ষণ সৃষ্টি করে।

হিউম্যান করোনা ভাইরাসের প্রথম খোঁজ পাওয়া গিয়েছিল ১৯৬০ সালে একজন রোগীর মধ্যে, যিনি সর্দিতে ভুগছিলেন। করোনাভাইরাস নামটি এসেছে এর আকৃতির ওপর ভিত্তি করে। ইলেকট্রন মাইক্রোস্কোপে এই ভাইরাসটি ক্রাউন বা মুকুটের মতো দেখতে হওয়ায় এর নাম হয়েছে 'করোনা'।

 এই ভাইরাসের পূর্ববর্তী লক্ষণগুলো হলো - 

  • ক) সর্দি 
  • খ) গলা ব্যথা 
  • গ) কাশি 
  • ঘ) মাথা ব্যাথা 
  • ঙ) জ্বর 
  • চ) হাঁচি 
  • ছ) অবসাদ 
  • জ) শ্বাস নিতে কষ্ট হওয়া।

এক্ষেত্রে, রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায় এবং যারা বয়স্ক তাদের এই ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে এবং নিউমোনিয়া বা শ্বাস নালীর ব্যাধির মতো মারাত্মক অসুস্থতায় আক্রান্ত হওয়ার আশঙ্কাও বেশি থাকে।

করোনা ভাইরাস প্রতিরোধ

  • ক) হাঁচি বা কাশির পরে হাত ধুয়ে নিন। 
  • খ) কাশি বা হাঁচির আগে মুখ ঢেকে নিন। 
  • গ) আপনার যদি মনে হয় যে আপনি সংক্রামিত, তাহলে কোনো ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠতা এড়িয়ে চলুন। 
  • ঘ) রান্না না করা গোশত ও ডিম খাওয়া এড়ান। ]
  • ঙ) নিজেকে সারাক্ষণ হাইড্রেট রাখুন। 
  • চ) লক্ষণগুলো দেখা দেয়া মাত্রই ওষুধ খান এবং পরিস্থিতি গুরুতর হয়ে উঠতে দেবেন না। 
  • ছ) ধোঁয়াটে এলাকা বা ধূমপান করা এড়িয়ে চলুন। 
  • জ) যথাযথ বিশ্রাম নিন। 
  • ঝ) ভিড় থেকে দূরে থাকুন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ