শেয়ার করুন বন্ধুর সাথে
Jamiar

Call

নিউরোসিস রোগের লক্ষন    হলো।

  • দুশ্চিন্তা,
  • হতাশা,
  • মনোযোগের অভাব,
  • সিদ্ধান্ত গ্রহণে অক্ষমতা,
  • অযৌক্তিক ভয়,
  • ঘোর,
  • রোষপ্রবণতা,
  • ঘুমের সমস্যা,
  • অকারণ চিন্তা, ইত্যাদি।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

নিউরোসিসের উপসর্গ অনেকগুলো। তবে দুশ্চিন্তা সব ধরনের নিউরোসিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ। নিউরোসিসের সাধারণ কিছু উপসর্গের মধ্যে রয়েছে:

  • দুশ্চিন্তা,
  • হতাশা,
  • মনোযোগের অভাব,
  • সিদ্ধান্ত গ্রহণে অক্ষমতা,
  • অযৌক্তিক ভয়,
  • ঘোর,
  • রোষপ্রবণতা,
  • ঘুমের সমস্যা,
  • অকারণ চিন্তা, ইত্যাদি।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

নিউরোসিস বা দুশ্চিন্তাগ্রস্ততা রোগের লক্ষণঃ


  • রোগী অযথা চিন্তায় মগ্ন থাকে ।
  • ভয়ে কিংবা উত্তেজনায় বুক ধড় পড় করে ।
  • নাড়ীর গতি বৃদ্ধি পায় ।
  • কোনো কাজে স্থির সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থ হয় ।
  • কোনো কাজ একটানা দীর্ঘ সময় ধরে করতে পারে না।
  • অধিক ঘাম হয়।
  • হাত পা কাঁপে।
  • শ্বাসকষ্ট হয় ।
  • ঘুম আসেনা, আসলেও কম হয়।
  • ঘন ঘন প্রসাব হয়।
  • চোখে লাল-নীল দেখে।
  • শরীর হঠাৎ ঠান্ডা হয়ে যায় ।
  • মাথা ব্যথা ও মাথা ঘোরা এরকম ঘটনা ঘটে।
  • বমি ভাব, ক্ষুধা বৃদ্ধি পায়, ক্ষুধা মন্দা হয়।
  • রোগীর ওজন কমে যায়।
  • মনে আত্মহত্যার প্রবণতা দেখা দেয়।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ