Jamiar

Call

গ্যাস্ট্রিক এর সমস্যা থাকলে  খাওয়ার রুচি কমে যায়।তাই চিকিৎসক এর পরামর্শে গ্যাস্ট্রিন এর ঔষধ খাবেন।খাবারে লেবু রাখুন। পানি পান করবেন বেশি করে। সকালে খালিপেটে ইসুবগুলের ভুসি বা ১ চামচ মধু ১গ্লাস পানিতে গুলিয়ে খাবেন।আশা করি খাওয়ার রুচি আসবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি একজন মেডিসিন ডাক্তার এর কাছে যান,আমরা ঔষধ দিলে তো আপনি নিতে পারবেন না ফার্মেসি থেকে,আমি যতটুকু জানি প্রবাসে নাকি প্রেসক্রিপসন ছাড়া ঔষধ ব্রিক্রি করেনা,সুতারাং আপনি একজন মেডিসিন ডাক্তার দেখান,আসা করি আপনার সমস্যা সমাধান হবে,,  যদি ডাক্তার না দেখান নিজে ঔষধ নিতে পারেন তাইলে আমার এই ঔষধ টা আর সিরাপ টা খেলে আপনার রুচি বাড়বে,,, প্রবাসে সিনকারা গ্রুপ এর সিরাপ থাকলে খেতে পার‌েন 3চামুচ করে 2বার,সাথে ডমপেরিডন ট্যাবলেট খেতে পারেন 1+1+1 3বেলা খালি পেটে,

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ